
আব্দুস সালাম শাহীন শেরপুর (বগুড়া): লুডুখেলা ছিলো পারিবারিক বিনোদন,আগে বৃষ্টি নামলেই ঘরে বসে ভাই, বোন, বন্ধু, বান্ধব মিলে, সাপ ও লুডু খেলার মাধ্যমে বৃষ্টি উপভোগ করা হতো। কালের বিবর্তনের মধ্যদিয়ে ডিজিটাল এ যুগে, তথ্য প্রযুক্তিকে অপব্যবহার করে মোবাইলে লুডু খেলার নামে চলছে জমজমাট জুয়া।
শেরপুর উপজেলার প্রায় সকল ইউনিয়ানের প্রসিদ্ধ হাটবাজার গুলোতে এবং পৌর শহরের আলিতে গলিতে দোকানে মাঠে রাস্তার পার্শ্বে বসে মোবাইলে লুডু খেলার নামে চলছে জমজমাট জুয়া। সরেজমিনে দেখা গেছে মোবাইলে লুডু খেলার নামে অভুতপুর্ব জমজমাট জুয়ার আড্ডা।
এসব বাজারের (কম মালামাল সম্পন্ন) চা ও পান সিগারেটের দোকান গুলোর মধ্যে বসে, রাত দিন ভর চলে লুডু খেলার নামে জুয়ার আড্ডা। দোকানের ভিতরে ৪/৫ জন গোল হয়ে বসে, মাঝখানে মোবাইল রেখে দেদারছে চালিয়ে যাচ্ছে জুয়া, প্রতি গেম ২০০,৪০০,ও ১০০০ টাকার বাজী। ইহাতে অংশগ্রহন করে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কাঁচামাল ব্যবসায়ী ও বখাটে, উরতি বয়সের যুবক রাও। ইহাতে অনেকেই সর্বসান্ত হচ্ছেন, যার দরুন এলাকায় চুরি ও ছিনতাইয়ের উপদ্রব বেড়েই চলছে। এতে দেখা যাচ্ছে উপজেলা ও পৌর শহরে প্রায় রাতেই বিভিন্ন বাসা বাড়ী মোবাইল চুরি, টিউবল মাথা ও হ্যান্ডেল, পানি তোলা মটর, সহ, নানা রকমের অপ্রীতিকর ঘটনা গঠছে।
প্রতিরাতে প্রশাসনের গাড়ির টহল বিদ্যমান থাকলেও অজানা কারনে তাদের কে কিছু বলছেন না। এ ব্যাপারে এলাকার সব শ্রেনীপেশার সচেত মানুষ ও ব্যবসায়ী যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।