
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: আসন্ন শারদীয় দুর্গপূজা উদযাপন উপলক্ষ্যে শিবগঞ্জে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবদুৎ তোয়াব, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী কুনাল মুখার্জী, সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত কুমার দাস সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসারগণ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।
সভায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলায় ৪৮টি পূজা মন্ডপে আনসার-পুলিশ, বিজিবির পাশাপাশি সেনা বাহিনীর সদস্যরা টহলরত থাকবে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি মন্ডপে সিসি টিভি আওতায় রাখা হবে। নামাজ চলাকালীন সময়ে পুজা মন্ডপে সকল ধরনের বাদ্যযন্ত্র বন্ধ থাকবে বলে জানান। সরকারের বেধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দেয়ার নির্দেশনা দেয়া হয়।



