
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে (ডিপিএল) সুপার সিক্সের ম্যাচে মোহামেডান স্পোটিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব।
সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেলো দোলেশ্বর। এই জয়ে ১৩ খেলা শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে দোলেশ্বর। আর ১৪ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ ও শেষ দল মোহামেডান।
ফতুল্লায় টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ২১৩ রানেই অলআউট হয়ে যায় মোহামেডান। দলের পক্ষে সৈকত আলী ৫১, আরিফুল হক ৪৮ ও মুশফিকুর রহিম ২০ রান করেন। দোলেশ্বরের সানজামুল ইসলাম, রেজাউল করিম, নাসির হোসেন ও রাহাতুল ফেরদৌস ২টি করে উইকেট নেন।
জবাবে রাকিবুল হাসান ও নাসির হোসেনের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে জয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে দোলেশ্বর। ওপেনার হিসেবে খেলতে নেমে ৮৬ রানে অপরাজিত থাকেন রাকিবুল। তার ১২৭ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কার মার ছিলো।
রাকিবুলের সাথে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন নাসির। তার ৪০ বলের ইনিংসটি ছিলো মারমুখী। ৪টি চার ও ২টি ছক্কায় ৫২ রান করেন নাসির।