sliderস্থানীয়

বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে গাছকাটায় আটকের পর জমা ইউনিয়ন পরিষদে

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের উত্তরপাড়িয়া শালডাঙ্গা রাস্তার গাছ ৫ কিলোমিটার বিভিন্ন প্রজাতির গাছ বৈধভাবে কাটার টেন্ডার হয়েছে সরকারিভাবে । এরমধ্যে ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ৩টি ঔষধি গাছ সহ অবৈধভাবে কাটাছে স্থানীয় লোকজন জানান, শালডাঙ্গা রাস্তার গাছ লাগার কমিটির সভাপতি নীরেন চন্দ্র ও বালিয়াডাঙ্গী উপজেলা বন বিভাগ অফিসের অনিল চন্দ্র এবং গাছ টেন্ডারের ঠিকাদার বাবুল হোসেন সহ, যাহার অনুমানিক মূল্য ৪০ হাজার টাকা । সেই ঔষধি গাছ অবৈধভাবে কাটার কারণে স্থানীয় লোকজন আটক করে পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গাছ জমা করেন । গাছ কাটার বিষয়টি স্থানীয় লোকজন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার কে জানিয়ে দেন । গাছ কাটার বিষয়ে বন বিভাগের রেঞ্জ অফিসারের সঙ্গে ফোনে যোগাযোগ করে জিজ্ঞাসা করা হলে গাছ কাটার বিষয়টির সততা স্বীকার করেন ।

Related Articles

Leave a Reply

Back to top button