এসএসসিতে গৌরীপুরের দুই প্রতিষ্ঠানের শতভাগ পাশ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ গতকাল সোমবার প্রকাশিত এসএসসি পরিক্ষায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ৪৭ জন পরিক্ষার্থীর মধ্যে ৪০ জন এ+ ও ৭ জনএ গ্রেড পেয়ে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।
এই প্রতিষ্ঠানের সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন এর সার্বিক তত্বাবধানে একটি যুগোপযোগী অত্যান্ত মেধাবী শিক্ষার্থী তৈরির এক অনন্য প্রতিষ্ঠান আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ।
তিতাস উপজেলার কড়িকান্দি জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ থেকে ১৮ জন এ+ ও ৭৫ জন এ গ্রেড পেয়ে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। এখানে সুযোগ্য অধ্যক্ষ সরকার আবুল কালাম আজাদ এর নিবিড় পরিচর্যায় গড়ে তুলেছেন মেধাবী শিক্ষার্থী।
দাউদকান্দি নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় থেকে ৫৩ জন এ+ পেয়েছে এখানে পাশের হার ৯৮%। নানাবিধ প্রতিকূলতা অতিক্রম করে প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস রহমান প্রতি বছরই গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের তৈরি করছেন মেধাবী হিসেবে। এদিকে বার পাড়া ফুলমতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪৮ জন পরিক্ষার্থীর মধ্যে একজন অন্ত স্বত্বা থাকায় ৪৭ অংশ নেন, এর মধ্যে ৮ টি এ+ সহ ৪৪ জন পাশ করেছে বলে নিশ্চিত করেন প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল বাশার। এই স্কুলে হোস্টেলের ছাত্রীরা বরাবরই সাফল্য অর্জন করে থাকে।