sliderখেলা

এবার কি চীনের প্রাচীর টপকাতে পারবে টাইগাররা!

চীনের প্রাচীরের নাম উঠতেই মনে পড়ে পৃথিবী সেরা সুউচ্চ দালানের কথা। যা সারা দুনিয়ার বেশ কয়েকটি আশ্চর্যের একটি। আর এ দালানটি টপকানোর সাধ্য আজো কারো হয়নি। কারণ আজ থেকে বহুকাল আগে শত্রুপক্ষকে নিজেদের ঢেরায় ঢুকতে না দেয়ার চিন্তা থেকেই তৈরী হয়েছিল এ প্রাচীর। পরবর্তীতে তা চীনকে বহু আক্রমণ থেকে রক্ষা করেছে।
সে হিসেব করলে ভারতকে বাংলাদেশ দলের জন্য ‘চীনের প্রাচীর’ বলা যেতে পারে। আর এজন্য পর্যাপ্ত স্মৃতি মজুদ আছে টাইগারদের ব্যর্থতার পাতায়। কারণ এ ভারতের কাছে হেরেই যে অনেকবার শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের। সাথে বাদ পড়তে হয়েছে অনেক টুর্নামেন্টের মাঝ পথ থেকেও। তাই ভারতকে টাইগার এদেশের ক্রিকেটের ‘চীনের প্রাচীর’ না বলে উপায় কি।
শুরুটা হয়েছিল ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ দিয়ে। সেবারের বিশ্বকাপ অনেকদিন পুড়িয়েছে টাইগারদের। কারণ ইংল্যান্ডকে হটিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পা দিয়েও তাতে কোন ফায়দা পায়নি বাংলাদেশ। উলটো বৈষম্যের শিকার হয়েছে মাশরাফিরা। কারণ কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের বলি হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল টাইগাররা।
এখানেই শেষ নয়। আছে তরতাজা আরো তিনটি ফাইনাল হারের ক্ষত। এর শুরুটা হয়েছিল ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনাল হারের মধ্য দিয়ে। আর সর্বশেষ হারটা আসে ২০১৮ তে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে। সেদিন লিটন দাসের অসাধারণ ব্যাটিংশৈলীর পরও মাত্র ২২২ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। তাই থামানো যায়নি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
আর এর মাঝে আরেকটি ক্ষতের নাম ছিল ২০১৭ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত হলো নিদাহাস ট্রফি ফাইনাল। স্বাগতিকদের হটিয়ে ফাইনালে মুখোমুখি দুই পড়শি বাংলাদেশ-ভারত। উঠানামার ম্যাচে শেষদিকে এসে ভিলেনের চরিত্রে রুবেল। আর তাতেই বাংলাদেশকে বুড়ো আঙুল দেখিয়ে হেরে যাওয়া ম্যাচকেও নিজেদের করে নেয় ভারত। দীনেশ কার্তিকের শেষের দিকের ব্যাটি তান্ডবে শিরোপা অধরাই থাকে বাংলাদেশের। এছাড়া ফাইনাল না হলেও ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে এই বার্মিংহ্যামে ভারতের কাছে সেমিফাইনালের হারটাও কিন্তু কম পীড়া দেয়নি।
হোক অন্যায়ভাবে কিংবা নিজেদের ভুলে, গুরুত্বপূর্ণ এমন কিছু ম্যাচে হেরে ভারতকে তাই নিজেদের ‘বাঁধা’ হিসেবে ধরে নিয়েছে এদেশের কোটি ক্রিকেট ভক্তরা। বারবার একটি দলের সামনে গর্দান গেলে তাদের কুফা না বলে উপায় কি!
আরেকটি ম্যাচ। সামনে আবারো ভারত। পয়েন্ট টেবিলের মতো তাই আবারো কঠিন সমীকরণে বাংলাদেশ। কারণ শেষ ৭ বছরের স্মৃতি ঘেটে এ ভারতের বিপক্ষে হার ছাড়া অন্য কিছু পায়নি বাংলাদেশ। অথচ সেমিফাইনালে খেলতে এই মুহুর্তে জয় ছাড়া অন্য কিছু কল্পনা করাও যে অন্যায়। তাই মাশরাফি-সাকিবরা মরিয়া হয়ে আছে আজ ভারত নামের সেই ‘চীনের প্রাচীর’ টপকাতে। এছাড়া তো ভিন্ন কোন পথ উন্মুক্ত নেই বাংলাদেশের সামনে।
তবে টাইগারদের সে পথ উন্মুক্ত করতে পারে ২০০৭ সালের স্মৃতি। গ্রুপ পর্বে ভারতকে হারানো সে ম্যাচের স্মৃতি টনিক হিসেবে কাজ করতে পারে বাংলাদেশের দলের জন্য। এছাড়াও আছে ২০১২’র এশিয়া কাপে ভারত বধের কাহিনী। তবে কোন স্মৃতি মনে করে হোক, কিংবা আপনা আপনি, আজ যে ভারত নামের সেই সুবিশাল প্রাচীর টপকাতেই হবে বাংলাদেশকে। অন্যথায় যে পাকিস্থানের সাথে ম্যাচটি হয়ে যাবে কেবলি আনুষ্ঠানিকতার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button