
নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সিনিয়র সাংবাদিক ও কবি আঃ লতিফ মাহমুদ ইন্তেকাল করেছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। বাদ আসর কালিনগর কবরস্থানে তার দাফন স¤পন্ন হয়।
সাংবাদিক লতিফ মাহমুদ মৃত্যুর আগ পর্যন্ত সিংড়া প্রেস ক্লাবের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন সিংড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। সিংড়া প্রেস ক্লাবের আহ্বায়কও ছিলেন তিনি।
লতিফ মাহমুদ প্রায় চার দশক সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতার জীবনে তিনি রাজশাহীর দৈনিক বার্তা, বগুড়ার দৈনিক চাঁদনী বাজার ও দ্য ডেইলি এশিয়ান এজ পত্রিকায় কাজ করেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর শুক্রবার দুপুর সাড়ে ১১টায় ইন্তেকাল করেন।
লতিফ মাহমুদ সিংড়া উপজেলার কালিনগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।