sliderউপমহাদেশশিরোনাম

বিমানবন্দর কর্মীদের প্রতিরোধ, বিদেশে যেতে পারলেন না বাসিল রাজাপাকসে

কলম্বোর বিমানবন্দর কর্মীদের প্রতিরোধের মুখে দেশ ত্যাগ করতে পারলেন না শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী এবং প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই বাসিল রাজাপাকসে। আজ ভোর রাত ৩.৩০-এ তার দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে বাধ্য হয়ে ফিরতে হয়েছে।
বাসিল রাজাপাকসের আমেরিকান নাগরিকত্বও রয়েছে। তিনি একসময় অর্থমন্ত্রী ছিলেন, এমপিও ছিলেন।
খবরে বলা হয়েছে, তিনি বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের সিল্ক রুট প্যাসেঞ্জার ক্লিয়ারেন্স টার্মিনাল দিয়ে দেশত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু যাত্রীদের বিক্ষোভের মুখে বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা তাকে দেশত্যাগ করতে দেয়নি।
অভিবাসন অফিসের সূত্র জানিয়েছে, সাবেক মন্ত্রী মধ্যরাত ১২টায় বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের সিল্ক রুট প্যাসেঞ্জার ক্লিয়ারেন্স টার্মিনাল পৌঁছেন। তার ফ্লাইটটি রাত ৩.৩০-এ ছেড়ে যাওয়ার কথা ছিল।
কিন্তু কর্মকর্তারা তার দেশত্যাগের অনুমতি দেননি। এর পরপরই শ্রীলঙ্কা ইমিগ্রেশন অফিসার্স অ্যাসোসিয়েশন (এসএলআইইওএ) সিল্ক রুট প্যাসেঞ্জার ক্লিয়ারেন্স টার্মিনালের কার্যক্রম বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়।
সংগঠনটির সভাপতি কে এ এ এস কানুগালা বলেছেন, দেশে বিরাজমান বর্তমান অস্থিতিশীল ও সঙ্কটজনক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধঅন্ত নেয়অ হয়েছে। কারণ আশঙ্কা করা হচ্ছে যে বিপুলসংখ্যক সাবেক রাজনৈতিক ভিআইপি এই সিল্ক রুট ক্লিয়ারেন্স টার্মিনাল ব্যবহার করে দেশ ত্যাগ করতে পারে।
তিনি বলেন, ভিআইপিরা বিআইএতে টাকা প্রদান করে সিল্ক রুট দিয়ে তাদের ফ্লাইট ব্যবহার করার সুযোগ পেতে পারেন।
সূত্র : ডেইলি মিরর শ্রীলঙ্কা


সাবেক রাজনৈতিক ভিআইপিদের দেশত্যাগ ঠেকাতে বিশেষ উদ্যোগ শ্রীলঙ্কায়

শ্রীলঙ্কায় রাজনৈতিক পট-পরিবর্তনের প্রেক্ষাপটে সাবেক ভিআইপিদের দেশত্যাগ ঠেকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শ্রীলঙ্কা ইমিগ্রেশন অফিসার্স অ্যাসোসিয়েশন বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের সিল্ক রুট প্যাসেঞ্জার ক্লিয়ারেন্সের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ পর্যন্ত তা চলবে।
সংগঠনটির সভাপতি কে এ এ এস কানুগালা বলেছেন, দেশে বিরাজমান বর্তমান অস্থিতিশীল ও সঙ্কটজনক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধঅন্ত নেয়অ হয়েছে। কারণ আশঙ্কা করা হচ্ছে যে বিপুলসংখ্যক সাবেক রাজনৈতিক ভিআইপি এই সিল্ক রুট ক্লিয়ারেন্স টার্মিনাল ব্যবহার করে দেশ ত্যাগ করতে পারে।
তিনি বলেন, ভিআইপিরা বিআইএতে টাকা প্রদান করে সিল্ক রুট দিয়ে তাদের ফ্লাইট ব্যবহার করার সুযোগ পেতে পারেন।
সূত্র : ডেইলি মিরর শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই

শ্রীলঙ্কায় আগামী ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী পার্লামেন্ট সদস্যদের ভোটে এই নির্বাচন হবে বলে সোমবার স্পিকার যাপা আবেবর্ধনে জানিয়েছেন।
স্পিকার বলেন, আগামী শুক্রবার পার্লামেন্ট অধিবেশন ডাকার সিদ্ধান্ত হয়েছে। পার্লামেন্টকে জানানো হয়েছে যে প্রেসিডেন্টের আসনটি শূন্য হচ্ছে এবং তা সংবিধান অনুযায়ী পূরণ করতে হবে।
স্পিকার বলেন, ‘মনোনয়ন দাখিল করা হবে ১৯ জুলাই। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে ১৯ জুলাই।’
তিনি বলেন, দলীয় নেতারা নতুন প্রেসিডেন্টের অধীনে সর্বদলীয় একটি সরকার গঠন করার সিদ্ধান্তও নিয়েছেন। এই সরকার অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো চালু রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
তাবায়া এখন দেশে আছেন, বৈঠক করেছেন প্রতিরক্ষাপ্রধানদের সাথে!
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এখনো দেশে আছেন এবং আজ সকালে তিন বাহিনীর কমান্ডারদের সাথে বৈঠক করেছেন। ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট গোতাবায়া আগামী বুধবার পদত্যাগ করবেন। প্রধানমন্ত্রী রনিল বিক্রিমাসিংহেও পদত্যাগ করবেন।
ডেইলি মিররের খবরে বলা হয়, বিক্ষোভের মুখে প্রাসাদ ছাড়ার পর তিনি নৌবাহিনীর একটি জাহাজের আশ্রয় নিয়েছিলেন। জাহাজটি অবশ্য শ্রীলঙ্কার পানিসীমার মধ্যেই ছিল। আজ সকালে তিনি স্থলভাগে ফিরে এসেছেন। সকালে তিনি তিন বাহিনীর কমান্ডার ও ডিফেন্স স্টাফ প্রধানের সাথে বৈঠক করেছেন।
পদত্যাগ করার পর চলতি সপ্তাহেই বিদেশে চলে যাবেন গোতাবায়া রাজাপাকসে।

সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত

শ্রীলঙ্কার বিরোধী দলগুলোর দাবির প্রেক্ষাপটে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আগামী বুধবার তার পদত্যাগ করার কথা জানিয়েছেন। এদিকে দেশটির প্রধান বিরোধী দলগুলো রোববার একটি সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত হয়েছে।
শ্রীলঙ্কায় ব্যাপক আন্দেলনের মুখে মেয়াদপূর্তির আগেই রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগে রাজি হন। তাদের এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে নজিরবিহীন অর্থনেতিক সঙ্কটে পতিত দেশটিকে এগিয়ে নেয়ার উপায় নিয়ে আলোচনার জন্য বিরোধী দলগুলো বৈঠক করেছে।
শ্রীলঙ্কার ক্ষমতাসীন পদুজানা পেরামুনা পার্টির একাংশের নেতা বিমল বীরাওয়ানছা বলেন, আমরা নীতিগতভাবে সকল দলের অংশগ্রহণে একটি ঐক্যমতের অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত হয়েছি।
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আগামী ১৩ জুলাই তার পদত্যাগের ব্যাপারে পার্লামেন্টের স্পিকার মাহিন্দ যাপা এ্যাবেওয়ারদেনাকে গত শনিবার অবহিত করেন। প্রধানমন্ত্রীও তার পদত্যাগের ঘোষণা দেন।
সূত্র : ডেইলি মিরর ও এএফপি

Related Articles

Leave a Reply

Back to top button