sliderস্থানিয়

শিবগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকালে শিবগঞ্জ পৌরসভার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন ও রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল আবেদীন প্রমূখ। এছাড়া শিক্ষক-শিক্ষিকা, এমটি (ইপিআই), স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন বলেন, ৯ মাস থেকে ১৫ বছরের ১ লাখ ৬৯ হাজার ৯৯০ জন রেজিস্ট্রেশনধারী শিশুকে এই টিকা দেয়া হয়। এর মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ১৫ হাজার ৩৩৬ জন শিশু ও কমিউনিটি সেন্টারে ৫৪ হাজার ৬৫৪ জন শিশুকে দেয়া হবে টিকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button