বৈদ্যের দেওয়া আংটি কাজ না করায় কুপিয়ে যখম

মোহাম্মদ ইলিয়াছ সানি, লামা(বান্দরবান)প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হরিণমারা এলাকায় সুনিল আচার্য্য (৬৫) নামে এক বৃদ্ধকে মারাত্মকভাবে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
৩ এপ্রিল, রবিবার আনুমানিক ১ টার দিকে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ হিন্দু পাড়ার মৃত সুধীর আচার্য্য ছেলে।
রবিবার সকালে আজিজনগর ফরেস্ট অফিসের পাশে বশিরের দোকান এলাকা থেকে তাকে উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে অবস্থা আশংকাজনক হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় আহত ব্যক্তির পক্ষে মেয়ে বাদি হয়ে রবিবার রাতে লামা থানায় একটি মামলা দায়ের করেন এবং মামলা পরবর্তী তাৎক্ষনাৎ অভিযান চালিয়ে প্রধান আসামী মোঃ ফারুককে গ্রেফতার করেন লামা থানাধীন আজিজনগর ক্যাম্পের পুলিশ।
আসামী মোঃ ফারুক উপজেলার আজিজনগর ইউপির ৫ নং ওয়ার্ডের হরিণমারা এলাকার আবু হানিফের ছেলে।
আজিজনগর ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর শামীম শেখ বলেন, তাবিজ বা বানটোনা কেটে দিবে বলে আসামীর কাছ থেকে গত দেড় বছর আগে ১৭ হাজার নিয়েছিল সুনিল আচার্য্য। পরে সপ্তাহ খানেক আগে আবার আংটি দিয়ে ৭ হাজার টাকা নিয়ে যায় সুনিল আচার্য্য। কিন্তু কাজের কাজ কোন কিছু না হওয়ায় তাকে অন্য রুগির কথা বলে ডেকে এনে রাতে পাহাড়ে নিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে।
তার ছোট মেয়ে সুমী আচার্য্য জানান, শনিবার বিকেলে এক লোক ফোনে কাজের কথা বলে তার বাবাকে আজিজনগর ডেকে নিয়ে যায়। পরে আহত অবস্থায় রবিবার সকালে আজিজনগর ফরেস্ট অফিস সংলগ্ন বশিরের দোকান এলাকায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের খবর দিলে এসে হাসপাতালে নিয়ে যায়।
লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামীও গ্রেফতার করতে সক্ষম হই। তাকে আদালতের কাছে সুপর্দ করা হবে।