বাঘাইছড়িতে জেএসএস(সংস্কার) নেতা রাজেন্দ্রলাল চাকমার দাহক্রিয়া সম্পন্ন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে জেএসএস নেতা রাজেন্দ্রলাল চাকমার শেষ কৃত্য অনুষ্ঠিত। প্রয়াত রাজেন্দ্রলাল চাকমা জনসংহতি সমিতির (সংস্কার) দলের রাঙ্গামাটি জেলা সভাপতির দায়িত্বে ছিলেন। ২০ ডিসেম্বর রবিবার সকাল ৫ঃ৩০ ঘটিকায় খাগড়াছড়ি মধুপুর নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন, মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। পরে তার নিজ বাড়ি বাঘাইছড়ি উপজেলায় মরদেহবাহী এম্বুলেন্সটি বিকাল ৩ ঘটিকায় পৌছার পর তার সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শেষ বিদায় জানায়। প্রয়াত রাজেন্দ্রলাল চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির সভাপতি, ও তৎকালীন শান্তিবাহিনীর যুব পরিচালক শ্রীঃ রাজেন্দ্রলাল চাকমা (খেদার বাবু) নামে পরিচিত ছিলেন। তাকে শুভেচ্ছা জানিয়ে শেষ বিদায় জানান ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে সদস্য ছাত্র নেতা শ্রীঃ নিউটন চাকমা,পাহাড়ী ছাত্র পরিষদ বাঘাইছড়ি থানা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক ছাত্র নেতা শ্রীঃ চয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা শ্রীঃ সুকেশ চাকমা এবং পাহাড়ী ছাত্র পরিষদ কাচালং সরকারী কলেজ কমিটির পক্ষে সাধারণ সম্পাদক ছাত্র নেতা শ্রীঃ বির্পসী চাকমা ৷ পরে বঙ্গলতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বালুখালী গ্রামে বিকাল ৫ ঘটিকায় শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় নেতাকর্মী কর্মী ও পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।