sliderস্থানীয়

নাটোরে বিএনপি নেতাকে অপহরণ করে কুপিয়ে জখম করার অভিযোগ

নাটোর প্রতিনিধি : নাটোরের সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু রায়হানকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের পর তাকে কুপিয়ে জখম করে রাজশাহীর পুঠিয়ায় ফেলে দেওয়া হয়। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু দাবি করেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আবু রায়হান তার উপজেলার মর্জিপুর বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রো বাসে এসে সেখানে থামে।মাইক্রো বাস থেকে অস্ত্রসহ কয়েকজন বের হয়ে জোর করে রায়হানকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন বাঁধা দেওয়ার চেষ্টা করলে দুবৃর্ত্তরা ফাঁকা গুলি ছুড়ে রায়হানকে অপহরণ করে নিয়ে চলে যায়। পরে রাজশাহীর পুঠিয়া এলাকায় কুপিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, বিষয়টি লোক মুখে শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন তিনি ।

Related Articles

Leave a Reply

Back to top button