ধামইরহাটে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। ১৬ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের সামনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজার রহমান, উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বি, উপ সহকারি কৃষি উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম। কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ ১ মৌসুমে ৩ হাজার কৃষককে আউশ ধান চাষের জন্য ৫কেজি করে বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি, ২০জন তিল চাষীকে ১কেজি করে বীজ, ১০কেজি ডিএপি, ৫কেজি এমওপি, ৯০ জন পাট চাষীকে ১কেজি করে বীজ, ৫কেজি ডিএপি এবং ৫কেজি করে এমওপি সার প্রদান করা হয়।