আফগানিস্তানের বিপক্ষে সিরিজে শেষ ম্যাচটি জিতলো বাংলাদেশই। তামিম ইকবালের দারুণ এক সেঞ্চুরিতে বাংলাদেশের করা ২৭৯ রানের জবাব দিতে গিয়ে আফগানিস্তান অলআউট হয়ে যায় ১৩৮ রানে। ফলে ১৪১ রানের ব্যবধানে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেন মাশরাফিরা।
এই ম্যাচ হারলে আফগানিস্তানের কাছে সিরিজও হারতে হতো। এটি বাংলাদেশের টানা ষষ্ট সিরিজ জয়। এই ম্যাচে আফগানিস্তান বাংলাদেশের জন্য তেমন কোনো হুমকি তৈরি করতে পারেনি। বরং বাংলাদেশই মিস করেছে আরো বড় জয়ের সুযোগ।
বাংলাদেশের ইনিংসের ৪০ ওভার শেষে রান ছিলো ২১৫, দুই উইকেটে। বাকি ১০ ওভারে বাংলাদেশ তুলে মাত্র ৬৪ রান। শেষ ১০ ওভারের ব্যাটিং ব্যর্থতার কারণে আরো বড় স্কোর মিস করে বাংলাদেশ। ফলে আরো বড় ব্যবধানে জয়ের সুযোগও হাত ছাড়া হয়।
এ দিকে বোলিংয়ে দারুণ চমক দেখান আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলা মোশাররফ হোসেন রুবেল। আট ওভারে ২৪ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। তিনিই আজকের ম্যাচে বাংলাদেশের সেরা বোলার। দুটি উইকেট নেন তাসকিন আহমেদ।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতে মাত্র সাত রানে। পরের ম্যাচে ২০৯ রানের পিছনে ছুটে দুই উইকেট হাতে রেখে জিতে যায় আফগানিস্তান। ফলে আজকের ম্যাচে পরিণত হয় অঘোষিত ফাইনালে। এই ফাইনাল শেষ পর্যন্ত জিতলো বাংলাদেশই। যা বাংলাদশের শততম ওয়ানডে জয়।