দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ বৃহস্পতিবার দিনব্যাপি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর (আঙ্গাউড়া) মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মেধা বৃত্তি ২০২২, এর ফলাফল ও পুরস্কার বিতরণ ক্যাম্পাস প্রাঙ্গণে সম্পন্ন হয়। দিনব্যাপি আয়োজনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, বাল্যবিবাহের কুফল নাটিকা, সঙ্গীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণ উপলক্ষে অতিথি, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী অংশ গ্রহণ করে। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার, কামাল মর্ডান হসপিটালের স্বত্বাধিকারী রোটারিয়ান আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ দিপু মনি। “আদর্শ ও দেশপ্রেমিক জাতি গড়ার আঙ্গিনা” শ্লোগান সম্বলিত প্রতিষ্ঠানটির বেস্ট স্টুডেন্ট স্কলারশিপ ২০২২, অতিথি বৃন্দের মাঝে সাচার (ডিগ্রি) কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন, নৈয়াইর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা শিক্ষক রতন চন্দ্র দেবনাথ, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহিদ হাসান, তিতাস কড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জমির আলী ও গৌরীপুর রেসিডেনসিয়াল স্কুলের অধ্যক্ষ মোঃ শাহআলম উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যকার ও কালিওগ্রাফার মনির হোসেন মাস্টার। সাংস্কৃতিক পর্বে প্রতিষ্ঠানের শিশু শিল্পীদের সমন্বয়ে দলীয় সঙ্গীত আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুল পরী দারুণ পারফর্ম করে। ছোট-বড়দের কবিতা আবৃত্তির ফাঁকে ফাঁকে শিক্ষক ও শিক্ষার্থীদের একক ও দলীয় সঙ্গীতের পর জেলাসদর থেকে আমন্ত্রিত অতিথি জে.আর জসিম ও পিংকি পরিপূর্ণ প্যান্ডেলের দর্শক মাতিয়ে রাখেন। পরে সভাপতি মোঃ সাইফুল ইসলামের সমাপনী বক্তব্যে দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।