কুড়িগ্রাম রাজার হাটের এ.বি.এম সরওয়ার সরকার জীবন মানুষের পাশে মানব সেবায় নিয়োজিত

কুড়িগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ.বি.এম সরওয়ার-ই আলম সরকার জীবনের জন্মভুমি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়। যে সব মানুষদের মানবজীবন বিভিন্ন কারনে বিপর্যস্ত হয়ে অসহায়, সম্বলহীন, ভাগ্যবিড়ম্বিত অমানবিক জীবন যাপন করে তাদের পাশে সামর্থ্যের সবটুকু উজার করে একটু স্তস্তি,হাসি,নির্ভরতা ও নিশ্চয়তা প্রদানে প্রচার ও প্রসারের অন্তরালে অনেকটা নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন।
কখনো নদী ভাঙ্গনে সর্বশান্ত মানুষদের মাথা গোজার ঠাঁই করে দেন, দুঃস্থ্য ও অসহায় পঙ্গুদের হুইল চেয়ার প্রদান করেন, জীবনসংকটে চিকিৎসার জন্য অর্থ সহায়তা করেন, অর্থাভাবে লেখা পড়ায় বিঘ্ন ঘটা শানিত মেধাবীদের পাশে দাঁড়ান। বন্যা,খড়া,করোনা দুর্যোগে ত্রান সহায়তা করেন। নদী ভাঙ্গন রোধে নদী পাড়ের মানুষদের সাথে নিয়ে বিভিন্ন পরিকল্পনার জন্য ছুটছেন সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে, উত্তরের হাড় কাঁপানো শীতে কম্বলে মুড়িয়ে রাখেন , মানুষদের, কর্মসংস্থানেও সহায়তা করেন সাধ্যের সর্ব্বোচ্চ শক্তি দিয়ে।
এ ভাবে ক্রিয়া, সংস্কৃতি, বৃক্ষরোপন, যুবকদের মোটিভেশন, ঢাকায় কুড়িগ্রামের দৃঢ় অবস্থান সব কিছুতে ক্ষুদ্র পরিসরে হলেও সরওয়ার ই আলম সরকার জীবনের ইতিবাচক প্রচেষ্টার সুফল আজ অনেকেই পাচ্ছে।
বর্তমান কোভিড-১৯ এর মহামারী যুদ্ধে কুড়িগ্রাম জেলার জন্য মাস্ক, পিপিই, হ্যান্ডস্যানিটাইজার, গ্লাভস, জীবানুনাশক সাবান, শিশুখাদ্যর পাশাপাশি এ.বি.এম সরওয়ার-ই-আলম সরকার জীবনের সর্ব্বোচ্চ ভালবাসা হচ্ছে অক্সিজেন পাওয়ার র্নিণয় যন্ত্র অক্সিজেন কনসেন্ট্রেটর”।
এই যন্ত্রটি কুড়িগ্রাম জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে অক্সিজেন কনসেন্ট্রেটর বিতরন করার পাশাপাশি কুড়িগ্রাম সদর হাস পাতালে দুইটি এনআইভি ভেন্টিলেটর ও একটি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন হস্তান্তর করেন এবং নিজ জন্মভুমি রাজারহাট উপজেলা সদর হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন ০১ টি, অক্সিজেন সিলিন্ডার ৩০টি, অক্সিজেন ফ্লোরোমিটার ৩০টি, অক্সিজেন মাস্ক (পুর্ন বয়স্ক) ১০টি, অক্সিজেন মাস্ক (শিশু) ১০টি, নেজাল কেনুলা ১৫টি, ইনফারেড থার্মোমিটার ০৫ টি, পালস অক্সিমিটার ০৫ টি মেশিন দিয়ে রাজারহাটের স্বাস্থ্যসেবাকে প্রযুক্তি নির্ভর করে জনগনের হাতের মুঠোয় বন্দি করেন।
মানুষ যখন অক্সিজেনের অভাবে নীল হয়ে যায়,চোখ ঝাপসা হয়ে ফ্যাকাসে হয় মুখমন্ডল,বিবর্ন হয় পুরো শরীর, নিস্তেজ হয় স্নায়ু,তবুও অর্থাভাবে রংপুর, ঢাকা যেতে পারেনা তার চেয়ে বরং বিদায় জানায় এই সুন্দর পৃথিবীকে ঠিক সেই সময়ে এই অক্সিজেনের মেশিনগুলো তাদের শ্বাসকে হয়তো সতেজ করবে, খুলে যাবে দুচোখ, প্রানভরে উপভোগ করবে অপরুপ বিচিত্র এই প্রান ও প্রকৃতিকে।
সরওয়ার-ই-আলম সরকার জীবন এর সময়ের সাথে মানুষের পাশে এই সব ব্যতিক্রমী, সময়পোযোগী, মানবকল্যানমুলক কাজে মুগ্ধ হয়ে আজ অনেকের হৃদয় থেকে মন্তব্য মানবজীবন যেখানেই বিপর্যস্ত,বিঘ্ন, কুলশিত হবে সেখানেই সরওয়ার-ই-আলম সরকার জীবন মহৎ হৃদয় নিয়ে তাদেরই পাশে দাঁড়াবে তাতে হয়তো পুরো জেলার চিত্র বদলে যাবেনা তবে একজন মানুষের জীবন ও জীবিকা বদলে যা