দুর্লভ রায়, দিনাজপুর প্রতিনিধিঃ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম বলেছেন, কিশোর-কিশোরী বান্ধব কর্ণার সেবা গ্রহিতা ও সেবা প্রদানকারীদের মাঝে সেতুবন্ধন রচনা করতে হবে। স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি ও কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবার মাধ্যমে তারাও সচেতন হচ্ছে। কমিউনিটি স্কোর কার্ড চালু হওয়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রগুলোর মাঝে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়ে গেছে।
২৮ মে রোববার বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের হলরুমে ঝানজিরা সমাজ কল্যান সংস্থা (জেএসকেএস)’র আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় “ওয়াই মুভস্” প্রকল্পের আওতায় কিশোর-কিশোরীদের সেবা নিশ্চিত করতে স্কোরকার্ড প্ল্যানিং সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। বিষয় ভিত্তিক আলোচনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মামুনুর রশিদ, সহকারী পঃপঃ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন। মিটিংটি সার্বিকভাবে সঞ্চালনা করেন “ওয়াই মুভস্” প্রকল্পের কর্মকর্তা সাইফুল আলম। সভায় প্রকল্পটির আওতায় কিশোর কিশোরীদের অংশগ্রহন, সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা তৈরী, জেন্ডার ভিত্তিক সহিষ্ণতা প্রতিরোধ এবং যৌন প্রজনন স্বাস্থ্যের অধিকারকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যে অগ্রগতি হয়েছে তা তুলে ধরা হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাইবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহম্মেদ, ফরক্কাবাদ নুরুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শীকা, স্বাস্থ্য পরিদর্শক, এফডাব্লিউএবৃন্দ।