কাটছাঁট করে হবে আইপিএল: সৌরভ

ত্রয়োদশ আইপিএল টি-টোয়েন্টি আসর শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা পিছিয়ে নেওয়া হয়েছে ১৫ এপ্রিলে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আইপিএল যদি মাঠে গড়ায়ও টুর্নামেন্টে কাটছাঁট হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি।
বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি লিগের ভবিষ্যৎ নির্ধারণে শনিবার মুম্বাইয়ে বোর্ডের হেড কোয়ার্টারে অনুষ্ঠিত হয় বিসিসিআই-আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। বৈঠকের পর বিসিসিআই সভাপতি জানান, সময়ক্ষেপণের কারণে এবারের আইপিএল’র অনেকগুলো ম্যাচ বাদ যেতে পারে।
সৌরভ বলেন “আইপিএল ১৫ এপ্রিল থেকেই শুরু হবে। কিন্তু সেক্ষেত্রে যেহেতু ১৫ দিন নষ্ট হচ্ছে তাই নতুন সূচিতে কাটছাঁট আবশ্যক। তবে কতগুলি ম্যাচ বাদ যাবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়।”
“যেহেতু আমরা টুর্নামেন্ট আয়োজন করতে বদ্ধপরিকর তাই প্রত্যেক সপ্তাহে আমরা পরিস্থিতি খতিয়ে দেখব। আমরা মানুষের সুরক্ষা নিয়েও ভীষণ উদ্বিগ্ন।”
সৌরভের কথায় কাটছাঁট করে আইপিএল তখনই সম্ভব হবে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। কারণ মানুষের সুরক্ষা সবার আগে। অর্থাৎ, ফ্র্যাঞ্চাইজি মালিকদের সুরে সুর মিলিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে কোটিপতি লিগ আয়োজনের দিকটি খোলা রাখলেন বোর্ড সভাপতি। তবে কঠিন সময়ে সর্বাগ্রে প্রাধান্য পাবে অনুরাগী-ক্রিকেটারদের সুরক্ষাই। প্রতি মুহূর্তে পরিস্থিতির দিকে বোর্ড নজর রাখবে বলে জানিয়েছেন বোর্ড।
বোর্ড সভাপতি সঙ্গে আলোচনায় বসেছিলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কর্তা-ব্যক্তিরা। হাজির ছিলেন শাহরুখ খান, পার্থ জিন্দাল, নেস ওয়াদিয়াসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মালিকেরা। বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল এমন উদ্ভূত পরিস্থিতিতে আদৌ আইপিএল আয়োজন করা সম্ভব কি-না, আর সম্ভব হলেও সেটা কবে আয়োজন করা হবে। পাশাপাশি দর্শকহীন গ্যালারিতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনে ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্মতি রয়েছে কি-না, সেটাও দেখার বিষয় ছিল।
বৈঠক শেষে কিংস ইলেভেন পঞ্জাবের অন্যতম মালিক স্পষ্ট জানান, “আর্থিক ক্ষতির দিকটি একেবারেই ভাবছি না আমরা। মানুষ সবার আগে তারপর আর্থিক দিক। বৈঠকে একজোটে এটাই সিদ্ধান্ত হয়েছে। আমরা সরকারি নির্দেশিকা মেনেই সবকিছু করব। চলতি মাসের শেষের দিক ছাড়া কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।”