sliderস্থানীয়

কটিয়াদীতে গাঁজা সহ মহিলা গ্রেপ্তার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কটিয়াদীতে চার (৪) কেজি গাঁজা সহ মোছা: পেয়ারা বেগম (৪৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ী কে কটিয়াদী মডেল থানার পুলিশ গ্রেফতার করেছে। গত ১৭ আগস্ট রাতে কটিয়াদি মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী বাস স্ট্যান্ড এলাকায় এক অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা সহ মোছা: পেয়ারা বেগমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোছা: পেয়ারা বেগম (৪৫) স্বামী মোঃ গোলাম মোস্তফা গ্রাম-কমলাপাড়া, উপজেলা ঘাটাইল, জেলা টাঙ্গাইলের বাসিন্দা বলে জানা যায়।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদ এর ভিত্তিতে ১৭ আগস্ট রাতে কটিয়াদী মডেল থানার এস আই মোহাম্মদ দুলাল মিয়া সঙ্গীয় নারী অফিসার সহ একদল ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোসাম্মৎ পেয়ারা বেগমকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোছা: পেয়ারা বেগম জানায় সে ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা সহ আশপাশের বিভিন্ন জেলা গুলিতে ও দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।

এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় মোছা: পেয়ারা বেগম এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এ, একটি নিয়মিত মামলার রজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button