sliderস্থানীয়

সারাদেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নওগাঁয় সমাবেশ ও মিছিল

নওগাঁ প্রতিনিধি : আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে।
“ধর্ষনের প্রতিবাদে জাগি”
জহির রায়হান নওগাঁ পরিবার রাজপথে জেগে আছে মা তোমার সম্ভ্রম রক্ষার লড়াইয়ে।
শুক্রবার বিকাল পাঁচটায় নওগাঁ মুক্তির মোড়স্থ জহির রায়হান ভাস্কর্য ( সময়ের প্রয়োজনে) প্রাঙ্গনে জহির রায়হান চলচ্চিত্র সংসদ,নওগাঁ পরিবার ধর্ষন বিরোধী ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে প্রতিবাদী অবস্থান কর্মসূচী এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংসদের সাধারণ সম্পাদক রহমান রায়হানের সঞ্চালনায় এবং সংসদের সভাপতি হবিবর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্রমৈত্রী, নওগাঁ জেলা সংসদের সমন্বয়কারী মিজানুর রহমান। এছাড়াও বাউলবাড়ী,নাট্যশৈলী,ছবিরহাট,বৃক্ষাশ্রম,কবিতাকুঞ্জ,নগর কৃষি- নাগরিক চাষীসহ জহির রায়হান নওগাঁ পরিবারের সংগঠকরা উপস্থিত ছিলেন।
এরপর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button