sliderরাজনীতিশিরোনাম

নতুন রাজনীতি ও রাজনৈতিক নেতৃত্বই দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে-মজিবুর রহমান মঞ্জু

পতাকা ডেস্ক: আজ ২ নভেম্বর রোববার আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা ১০ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি’র নির্বাচনী কার্যালয় ও কার্যক্রম উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান জননেতা মজিবুর রহমান মঞ্জু। ধানমন্ডি ২৮ নম্বর সড়কের অর্কিড প্লাজার ৬ষ্ঠ তলায় স্থাপিত কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রম শুরু হয়। এসময় মজিবুর রহমান মঞ্জু বলেন, ধানমন্ডি এলাকা রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাসিক এলাকার একটি কিন্তু এর সাথে হাজারীবাগের মতো অবহেলিত এলাকাও রয়েছে। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি ধানমন্ডিতে জন্ম নিয়েছেন, এখানেই বড় হয়েছেন। ঢাকা ১০ এর ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগের সুবিধা, অসুবিধা সবই তাঁর জানা আছে। এখানে আধুনিক ধানমন্ডির এক ধরনের সমস্যা রয়েছে, কলাবাগান নিউমার্কেট এলাকায় রয়েছে এক ধরনের সমস্যা তেমনি হাজারীবাগের মতো জায়গায় রয়েছে ভিন্ন ধরনের সমস্যা। এবি পার্টি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি নিয়ে মাঠে নেমেছে তেমনি ভাবে মিলিও এলাকার সমস্যা সমুহ চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করছেন। ইতোমধ্যেই ধানমন্ডি এলাকার সুপেয় পানির সমস্যা সমাধানে তিনি ওয়াসায় কথা বলে সমাধানের উদ্যোগ নিয়েছেন। যানজট, বাচ্চাদের খেলার মাঠ, ফুটপাত দখলমুক্ত করা সহ নানা বিষয় নিয়ে কাজ শুরু করেছেন। আমরা আশা করি মিলির মাধ্যমে এবি পার্টির সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি ঢাকাবাসীর নজরে আসবে।
এসময় ঢাকা ১০ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি উপস্থিত শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলেন, আমি ধানমণ্ডিতে জন্মেছি, পড়াশোনা করেছি বড় হয়েছি। দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে যখন মেধাবী মানুষেরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এরকম সময়ে সেবা, সমস্যা সমাধান, দায় ও দরদের রাজনৈতিক শ্লোগান নিয়ে একটি সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে দেশ গঠনের প্রত্যাশায় এবি পার্টি তৈরি করেছিলাম। নানা প্রতিকুলতা মাড়িয়ে একটি জাতীয় নির্বাচন সামনে এসেছে। এমতাবস্থায় এবি পার্টি আমাকে ঢাকা ১০ আসনে মনোনয়ন দিয়েছে। আশাকরি এই এলাকার মানুষ আমাকে আন্তরিক ভাবে সমর্থন দিবে।
সভায় নাসরিন সুলতানা মিলিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য আরও বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম, লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) সিদ্দিকুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, নারী বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সত্তার, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহবায়ক সেলিম খান সহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button