sliderবিবিধশিরোনাম

মরু সাহারার বুকে ফের তুষারপাত!

বিগত চার দশকের মধ্যে তৃতীয়বার এবং এবছরে দ্বিতীয়বারের মতো তুষারের ছোঁয়া পেলো সাহারার উত্তপ্ত প্রান্তর। এর আগে, ১৯৭৯ সালে তুষারপাত হয়েছিল সহারায়। তার আগে সহারায় তুষারপাতের ঘটনা জানা যায় না। সে বছর আলজেরিয়ার বিশাল অঞ্চল জুড়ে বরফ পড়েছিল। আধ ঘণ্টার জন্য নাকি স্তব্ধ হয়ে গিয়েছিল ট্রাফিক।


২০১৬ সালের ডিসেম্বরে শেষ বার বরফ পড়েছিল সহারায়। এবছর, দিন তিনেক আগে বরফ পড়ে সহারার আইন সেফ্রা শহরে। ভূমধ্যসাগর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরের এই শহর দক্ষিণ আলজেরিয়ায় অবস্থিত। দ্য ইন্ডিপেন্ডেন্টের খবর অনুযায়ী, ওই শহরের একেক জায়গায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত পুরু বরফ পড়েছিল। ইউরোপের মারাত্মক ঠান্ডা আবহাওয়ার জন্যই এই তুষারপাত বলে জানিয়েছেন আবহবিদরা।

নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাত্কারে আমেরিকার কোলন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানী স্টেফান ক্রোপলিন বলেছেন, আয়তনে সহারা এতটাই বড় যে, সর্বত্র নজর রাখা প্রায় অসম্ভব।
ফলে এটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে, সহারায় গত ৪০ বছরে তিনবারই মাত্র বরফ পড়েছে। এটাও হতে পারে যে, নজরদারির বাইরের কোনো অঞ্চলে এর মধ্যেও তুষারপাত হয়েছে। বিবিসি ও সিএনএন।

Related Articles

Leave a Reply

Back to top button