sliderস্থানীয়

​মানিকগঞ্জে ১০ ইউনিয়নে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে ৩৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২০ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
দিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এদের মধ্যে একজন হলেন দিঘি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুসরাত ইসলাম নুপুর। তিনি আনারস মার্কা নিয়ে পাঁচশ ভোট পেয়েছেন। এই ইউনিয়নে আরেক প্রার্থী মতিয়ার রহমান চশমা মার্কা নিয়ে ৪৭৬ ভোট পেয়েছেন। এই দুজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নবগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাকিব হোসেন ফরহাদ আনারস মার্কা নিয়ে ১ হাজার ৬৯২ ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু মোটরসাইকেল নিয়ে ৯৪৪ ভোট পেয়েছেন। এই ইউনিয়নে নূরুল ইসলাম নুরুর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
পুটাইল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোয়েব আহম্মেদ রাজা চশমা মার্কা নিয়ে ৩ হাজার ৮২৭ ভোট পেয়েছেন। এই ইউনিয়নে আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী আব্দুল জলিল আনারস মার্কা নিয়ে ১ হাজার ৬৩৯ ভোট পেয়েছেন। এই ইউনিয়নে আব্দুল জলিলের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
ভাড়ারিয়া ইউনিয়নে ১২ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১০ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। অর্থ বাজেয়াপ্ত হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন,সিরাজুল ইসলাম (মোটর সাইকেল) ১ হাজার ৫৪৭ ভোট, সিদ্দিক খান (রজনীগন্ধা) ১ হাজার ২৮২ ভোট, সাইফুল হক (অটোরিকশা) ১ হাজার ২৩৯ ভোট, ছামসুল হক সাগর (চশমা) ১ হাজার ১২৯ ভোট, দেলোয়ার হোসেন লাবলু (টেবিল ফ্যান) ৩৩৯ ভোট, আবুল খান দিপক (দুটি পাতা) ৩৩৭ ভোট, জাফর ইমাম শাহজাদা (আনারস) ৩৩৪ ভোট, সাহিদ হোসাইন অনিক (টেলিফোন) ১৯৭ ভোট, বাদশাহ মিয়া (ঢোল) ৩৪ ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদের ৮৫৭ ভোট পেয়েছেন।
কৃষ্ণপুর ইউনিয়নে তিনজনের জামানাত বাজেয়াপ্ত হয়েছে। তিনজন হলেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন (লাঙ্গল) ৬৭৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাহমুদুল মোস্তাফা কাজল (হাতপাখা) ৩২৯ ভোট এবং জাবেদ আলী সরকার (আনারস) ২০৩ ভোট পেয়েছেন।
আটিগ্রাম ইউনিয়নে তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনজন হলেন, গাজী সালাউদ্দিন টিটু (মোটর সাইকেল) ১ হাজার ২৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আতাউর রহমান (হাতপাখা) ৩৩৬ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী মঞ্জুর আলম (মশাল) ১১৩ ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদে আফসার উদ্দিন সরকার ও জাগীর ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা দুজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, এছাড়া আরও আটটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩৮ জন, সাধারণ সদস্য পুরুষ পদে ৩৩৩ জন ও সংরক্ষিত সদস্য নারী পদে ১০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১ হাজার ৬৯০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button