আন্তর্জাতিক সংবাদশিরোনাম

১৯ বছর বয়সী ফুটবলার হলেন ক্রীড়া উপমন্ত্রী

ক্রীড়া জগতের সঙ্গে রাজনীতির সম্পর্কটা নতুন নয়। বাংলাদেশে আরিফ খান জয়, নাঈমুর রহমান দুর্জয়, মাশরাফি বিন মুর্তজার মতো শীর্ষ খেলোয়াড়রা রাজনীতিতে জড়িয়েছেন। ইমরান খান, অর্জুনা রানাতুঙ্গা, সনাৎ জয়াসুরিয়া, চেতন চৌহান, জর্জ উইয়াহরা ছাপ রেখেছেন নিজ নিজ দেশে রাজনীতিতেও। কিন্তু ক্যারিয়ারের একদম শুরু থেকে ক্রীড়া জগতের কাউকে রাজনীতি করতে দেখা যায়নি। আর এখানেই চমক দেখালেন টিনএজ ফুটবলার সিয়েলো ভিজাগা। নিজ দেশের ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বলিভিয়ার এই তরুণী।
মাত্র ১৯ বছর বয়সী বলিভিয়া নারী যুব দলের এই ফুটবলারকে দেশটির ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে বলিভিয়ার প্রতিনিধিত্ব করেছেন ভিজাগা। গত শুক্রবারে তার শপথপাঠও হয়ে গেছে।
ক্ষমতায় থাকা মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) পার্টির হয়ে এই দায়িত্ব নিয়েছেন ভিজাগা। দেশের ক্রীড়াঙ্গনের অবস্থার উন্নতির জন্য প্রেসিডেন্ট লুইস আর্সের নেয়া একাধিক সিদ্ধান্তের মধ্যে এটিও একটি। দায়িত্ব পেয়েই দেশের তরুণ ক্রীড়াবিদদের জন্য কাজ করার ঘোষণা দিয়েছেন উপমন্ত্রী সিয়েলো ভিজাগা। নিজের প্রথম ভাষণে ভিজাগা বলেন, ‘যে কোনো মহামারির বিরুদ্ধে খেলাধুলা সেরা ওষুধ। কোনো দেশকে একত্রিত করারও এটি সেরা রেসিপি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button