sliderস্থানীয়

হাতিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।
গ্রেফতারকৃত আসামি মো. বাবুল (৩৮) ওরফে বাবুল কামার সে হাতিয়ার হরনী ইউনিয়নের নবীনগর গ্রামের মো.আবুল বাসারের ছেলে।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার এসপি মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকাল ৭টা ৫৫মিনিটের দিকে হাতিয়ার ১ নং হরনী ইনিয়নের নবীনগর গ্রামের বাবুলের বাড়ি এসব অস্ত্র উদ্ধার করে র‌্যাব।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন ০১ নং হরনী ইউনিয়ন থেকে অস্ত্রসহ সন্ত্রাসী বাবুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি পাইপগান,১০টি কিরিচ, ২০টি রকেট প্যারাসুট প্লেয়ার জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাতিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Back to top button