হরিরামপুরে যুবদল নেতাসহ চারজনকে কোপাল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষারসহ যুবদলের চার নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহতরা হলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদলকর্মী শাকিল মোল্লা, যুবদল নেতা মাছুম শিকদার ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আলমাছ মিয়া। আহতদের মধ্যে জাহিদুর রহমান তুষারের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। তুষারকে ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জাহিদুর রহমান তুষারের মামা উপজেলা বিএনপির সহসভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল বলেন, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা আপার সাথে মিটিং শেষে হরিরামপুর ফেরার পথে সদর উপজেলার নবগ্রামে হামলায় জাহিদুর রহমান তুষার, শাকিল মোল্লা, মাছুম শিকদার, আলমাছ, কয়েকজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
বয়ড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মিরাজ মিয়া বলেন, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা আপার বাসা থেকে বের হয়ে চারটি মোটরসাইকেল করে হরিরামপুর ফিরছিলম। সদরের আন্ধারমানিক মোড় থেকে চারটি মোটরসাইকেল ফলো করলেও আমরা বুঝতে পারিনি। নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম ব্রিজের আগে ফাঁকা জায়গায় শাকিল মোল্লার মোটর সাইকেলে হামলা হয়। ওই মোটরসাইকেল এ তুষার চেয়ারম্যান ভাই ছিলেন। তুষার চেয়ারম্যান ভাইকে চাপাতি দিয়ে কোপায়। তার কান কেটে গেছে। পা ভেঙে গেছে। গুরুতর জখম হয়েছে। শাকিল মোল্লাকে গুলি করা হলেও গুলি লাগেনি। শাকিল মোল্লাসহ, মাছুম ভাইকে হাতুরিপেটা করা হয়েছে। তুষার ভাইয়ের অবস্থা আশঙ্কা জনক। ভাইকে ঢাকা নিয়ে যাব কিছুক্ষণের মধ্যে।
বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষারের ভাই ও জেলা পরিষদ সদস্য হায়দার আলী তারেক বলেন, আমার ভাইয়ের অবস্থা আশঙ্কা জনক। এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা।
মানিকগঞ্জ সদর থানা ওসি আব্দুর রউফ সরকার বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রামে হামলার ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।