
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে বলড়া মোড় সংলগ্ন (মেইন রোড) রাস্তার বেহাল দশা, সামন্য বৃষ্টি হলে জলবদ্ধতায় চরম দূর্ভোগ প্রহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
উপজেলার বলড়া মোড় সংলগ্ন প্রায় ১০ গজ রাস্তাটি বেহাল দশার কারণে বৃষ্টির দিনে ভাঙা রাস্তার গর্তে পড়ে ব্যাটারি চালিত অটোবাইক-রিক্সা ও ভ্যানগাড়ি এমনকি হরিরামপুর হতে গাবতলি ঢাকামূখী একমাত্র পাবলিক বাসেও সময়তে নানাবিধ সমস্যায় পড়ে।
দীর্ঘ দিন যাবৎ বেহাল অবস্থায় পরে রয়েছে, দেখার কেউ নেই এমনকি বারবার কর্তৃপক্ষকে বলেও আদৌও কোন লাভ হয়নি এমনটি মন্তব্য করেন স্থানীয় ভুক্তভোগীরা।
সরে জমিনে গিয়ে দেখা গেছে,ঢালাই নষ্ট হয়ে বিশাল গর্তে পরিনত হয়েছে। বৃষ্টি হলে গর্তে ভরপুর পানিও জমে থাকে।
জলবদ্ধতায় অতিষ্ঠ জনসাধারণ, চলাচলে চরম দূর্ভোগ,পানি নিষ্কাষনের নেই কোন ব্যবস্থা।
এখন পর্যন্ত নেওয়া হয়নি কর্তৃপক্ষের কোন পদক্ষেপ এমনটি মন্তব্য করেন-স্থানীয় বাসিন্দারা।
গাড়িচালকরা জানান,আমাদের গাড়ি চালাতে খুবই অসুবিধা হয়,সামন্য বৃষ্টি হলেই কাঁদায় ও বিভিন্ন স্থানে গর্ত থাকায় এক্সিডেন্ট হওয়ার সম্ভনাও রয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মাজহারুল হক আকন্দ মুঠোফোন জানান, বিষয়টি আমি অবগত আছি।
জেলা এলজিইডি অফিসের সহায়তায় রাস্তাটি চলাচলের উপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার চেষ্টা করছি।




