সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : সিংগাইর পৌর বাজারের প্রধান সড়কের দু,পাশের অবৈধ দোকান উচ্ছেদ ও ৬ দোকানিকে অর্থ দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন। এ উচ্ছেদ অভিযানে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারিগন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, সিংগাইর পৌর বাজারের রাস্তার দু,পাশে ফলের দোকান ও দোকানের সামনে পসরা সাজিয়ে অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিল কতিপয় ব্যবসায়ি । এতে প্রতিনিয়ত দূর্ঘটনা, যানজটে জনদূর্ভোগ চরম আকার ধারন করে। বিষয়টি প্রশাসনের নজরে এলে বুধবার বিকেল ৪টা হতে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে রাস্তার দু’পাশের অবৈধ ফলের দোকান উচ্ছেদসহ দোকান মালিক আফজালকে ২ হাজার, জহিরুলকে ১ হাজার,ফজলুল হককে ১ হাজার,দুলালকে ২ হাজার ও মামুনকে ১ হাজার টাকা অর্থ দন্ড দিয়ে আদায় করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন জানান, জনদূর্ভোগের কারনে স্থানীয় সরকার(পৌরসভা) আইন ২০০৯ এর আওতায় রাস্তার পাশে অবৈধ দোকান উচ্ছেদ ও ৬ দোকানদারকে অর্থ দন্ড দেয়া হয়েছে । এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।




