
সিংগাইর(মানিকগঞ্জ প্রতিনিধি : “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে ধারণ করে প্রতি বছরের ন্যায় এবারও মানিকগঞ্জের সিংগাইরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১ টার দিকে এ উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং সমবায় র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলার হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ.জহিরুল ইসলাম। এ সময় ক্যাপিটাল মালটিপারপাস সোসাইটি লিমিডেটের আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ সততা,ন্যায় নিষ্ঠার সহিত সঞ্চয় ঋনদান সমিতি পরিচালনা ও নিয়মনীতি মেনে সংশ্লিষ্ট সকলকে এ ব্যবসা পরিচালনা করার আহবান জানান ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইউসিসিএ লি: সভাপতি মো.আখতারুজ্জামান সুরুজ। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সারারিয়া সঞ্চয় ঋনদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.লাভলু মিয়া,জায়গীর বসুধা সঞ্চয় ঋনদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম,বড়বাকা একতা মহিলা সমবায় সমিতির হোসনেয়ারা প্রমুখ। এ ছাড়াও উপজেলা প্রশাসনের ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সঞ্চয় ঋনদান সমবায় সমিতির কর্মকর্তা কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।



