sliderস্থানীয়

সমন্বিত প্রয়াস ছাড়া নিরাপদ সড়ক সম্ভব নয়–ইলিয়াস কাঞ্চন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে দাউদকান্দি গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তৃতায় নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, সমন্বিত প্রয়াস ছাড়া নিরাপদ সড়ক সম্ভব নয়। দক্ষ চালক, অনুমোদিত বাহন ও সড়ক পারাপারের নিয়ম বিধি সড়ক দূর্ঘটনার হাত থেকে সকলের জীবন রক্ষা করতে পারে। বিকেল চারটায় উপজেলার গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার আহবায়ক লিটন সরকার বাদল, সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশসেরা শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন, নিরাপদ সড়ক চাই সংগঠনের মহাসচিব লিটন এরশাদ,সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, মডেল থানার ওসি মোজাম্মেল হক, হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আসাদুজ্জামান, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান মিয়া সরকার, পরিবেশ ও কৃষিতে তিনবার রাস্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার উপদেষ্টা আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন প্রমুখ। সাম্প্রতিক সময়ে দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় আহত চিকিৎসাধীন নাঈম ইসলামের সাহায্যে তাঁর মা লিপি আক্তারের হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন প্রধান সহ অন্যান্য অতিথি বৃন্দ ।

Related Articles

Leave a Reply

Back to top button