মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদীতে শহিদ (১৮) নামে এক অটো চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ সেপ্টম্বর) সন্ধ্যায় উপজেলার গিলাগাছা-কুচনিপাড়া সড়কের ব্রীজের পাশে ধান ক্ষেত থেকে ওই অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শহিদ পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার অলি মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার গিলাগাছা-কুচনিপাড়া সড়কে ব্রীজের পাশে আব্দুল হাকিমের ধান ক্ষেতে একটি গলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে রাতেই নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৬ সেপ্টেম্বর শহিদ মিয়া বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়।
পরে বাড়ি ফিরে না যাওয়ায় তার পরিবারের লোকজন তাকে খোঁজতে থাকে। অবশেষে সোমবার সন্ধ্যায় নিখোঁজ শহিদের গলিত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে তার অটো রিক্সাটি ছিনতাই করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।