sliderস্থানিয়

শিবগঞ্জে ছাত্রশিবিরের দারসুল কুরআন অনুষ্ঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: নোয়াখালীতে ছাত্র শিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ কর্মসূচিতে হামলা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার ঘটনায় প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দারসুল কুরআন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধায় ইসলামী ছাত্রশিবিরের শিবগঞ্জ পশ্চিম আদর্শ শাখার উদ্যোগে শ্যামপুর চামাবাজার জামে মসজিদে আয়োজিত দারসুল কুরআন কর্মসূচিতে শিবগঞ্জ পশ্চিম আদর্শ শাখার সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বাবুল ইসলাম।
এ সময় তিনি বলেন, পবিত্র কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয় বরং মানবজীবনের সর্বক্ষেত্রে পরিপূর্ণ দিকনির্দেশনা। একে ভালোভাবে বুঝে জীবন পরিচালনা করলে ইহকাল ও পরকালে সফলতা অর্জন সম্ভব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের শিবগঞ্জ পশ্চিম আদর্শ শাখার বায়তুল ও অফিস সম্পাদক শাহাদাত হোসেন, এইচআরডি সম্পাদক মোজাহিদুল ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদক জিহাদ ইসলাম প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button