sliderস্থানীয়

লালমোহনে যুবদলের সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদ সভা

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন ধলীগৌরনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের হামলার প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট শনিবার মাগরিববাদ লালমোহন উপজেলার ধলীগৌনগর ইউনিয়নের মঙ্গল শিকদার বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।

ধলীগৌনগর ইউনিয়ন বিএনপি সকল সহযোগী সংগঠনের আয়োজনে, শনিবার মামঙ্গলসিকদার বাজারে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে স্থানীয় অটোরিকশা স্ট্যানে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মেম্বার, যুবদলের সভাপতি (উত্তর) মোঃ আজাদ হোসেন সোহাগ, এ-সময় আরো উপস্থিত ছিলেন যুবদলের সহ-সভাপতি, মোবারক হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ফখরুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, (দক্ষিণ) ফিরোজ মাল, শ্রমিক দলের সদস্য, ইলিয়াস কালু, যুব নেতা রাসেল, মাহাবুব, আব্বাস সহ স্থানীয় বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ-সময় হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। দলীয় সকল নেতাকর্মীদেরকে শান্ত থাকার আহ্ববান জানান সিনিয়ার নেতারা।

উল্লেখ্য গত ৩০-ই আগস্ট ধলীগৌনগর ইউনিয়নের মঙ্গল শিকদার বাজারের জামে মসজিদের সামনে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক (উত্তর) ইমাম হোসেন খানকে পরিকল্পিতভাবে হামলা করে পালিয়ে যায়, ইমাম হোসেন, পিয়ারু, পিতা আঃ বারেক বারু, ফিরোজ, পিতা আঃ শহীদ হামলা করে পালিয়ে যায়।
এ-সময় তার সাথে থাকা একটি চেইন ও একটি ঘরি এবং নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা ।

Related Articles

Leave a Reply

Back to top button