sliderরাজনীতিশিরোনাম

রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেই বাংলাদেশকে জনগণের রাষ্ট্রে পরিনত করতে হবে-আনোয়ার সাদাত টুটুল

পতাকা ডেস্ক: একটি গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দল গুলোকে দেশ গঠনে মনোযোগী হতে হবে। অত্যান্ত পরিতাপের বিষয় যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিল সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। পুরনো রাজনৈতিক দল দেশের মৌলিক পরিবর্তন, জনগণের অধিকার বিবেচনায় না নিয়ে ব্যক্তিগত লাভের চিন্তা করছে। নতুন দলগুলোও পুরাতনদের অনুসরন করলে চলবেনা। দেশের মানুষ সবকিছু ভুলে নতুন বাংলাদেশ দেখতে চায়। রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেই বাংলাদেশকে জনগণের রাষ্ট্রে পরিনত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। আজ এবি পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে নতুন সংগঠকদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি বক্তব্য দেন। সিরাজগঞ্জ জেলা আহবায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য ইব্রাহীম হোসেনের সঞ্চালনায় পৌর ভাষানী মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু, জেলা কমিটির সাব্বির আহমেদ, শাহ আলম, শাহজাদপুর উপজেলা আহবায়ক হাফিজুর রহমান, বেলকুচি উপজেলা আহবায়ক আবদুল মান্নান, এনায়েতপুর থানা আহবায়ক রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোবারক সরকার, ছাত্রনেতা লোকমান হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে টুটুল আরো বলেন, একটি নির্বাচন কিংবা ক্ষমতার পালাবদলের আন্দোলন দীর্ঘ সময় চলেছে, দিনশেষে মানুষ একটি নতুন বৈষম্যহীন বাংলাদেশের আশা নিয়ে মানুষ জীবন দিয়েছে। মানুষের সেই আকাঙ্ক্ষাকে আমাদের বাস্তবরুপ দিতে হবে। তিনি সিরাজগঞ্জের নদী ভাঙ্গন, তাঁত শিল্পের সমস্যা, কর্মসংস্থানের অভাব, স্বাস্থ্যসেবার ব্যাপক ঘাটতি তুলে ধরে বলেন, এই সমস্যা সমাধান করতে হবে।
সিরাজগঞ্জের সমস্যা সমাধানে লাগাতার কর্মসূচির পরিকল্পনা জানিয়ে সবাইকে এবি পার্টিতে যুক্ত হওয়ার অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে আব্দুল খালেক বলেন, সেবা ও সমস্যা সমাধানের রাজনীতির কথা বলে এবি পার্টি সারাদেশে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। দেশের সমস্যা বর্ননা অনেকেই করতে পারে। আমরা শুধু সমস্যা বর্ননাই করবোনা, সমস্যা সমাধানের পথ দেখাবো এবং সরকারকে বাধ্য করবো যেন সমস্যা সমাধান হয়। সেইজন্যই আমরা সিরাজগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বানিজ্য, সহ সকল সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, উপদেষ্টাদের নিকট দাবি পৌছানো ও সমস্যা সমাধান পর্যন্ত কাজ করতে চাই।
মতবিনিময় সভায় সিরাজগঞ্জের বিভিন্ন নেতাকর্মী ও নতুন যোগদানকৃত সংগঠকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button