
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে কেশবপুর সড়কের চিনাটোলা বাজারের পূর্বপাশে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধচলাকালে ২৩ অক্টোবর সকালে নির্মম হত্যার শিকার হন যশোরের স্বাধীনতাকামী পাঁচ সূর্যসন্তান আসাদ, তোজো, শান্তি, মানিক ও ফজলু।
এই বেদনা বিধুর দিনে শহীদ স্মৃতি কমিটি ও আসাদ স্মৃতি সংঘের নেতৃত্বে আজ সোমবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় চিনেটোলায় শহীদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায় বিপ্লবী কমিউনিস্ট লীগ, ওয়ার্কার্স পার্টি ও গণতান্ত্রীক ফ্রন্ট এবং এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
শহীদ স্মৃতি কমিটির সদস্য সচিব রুহুল আমিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার বীর মুক্তি যোদ্ধা মোঃ হেরমত আলী, শহীদ আসাদের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার এনাম উজ্জামান, শহীদ পরিবারের সন্তান আবুল বাশার সাইফুদ্দৌলা, অধ্যক্ষ মুস্কাক হোসেন শিম্বা, লেখক গবেষক মফিজুর রহমান রুন্নু, হারুন অর রশীদ। বিপ্লবী কমিউনিন্ট লীগের তসলিমুর রহমান, শেখর বিশ্বাস, সখিনা বেগম দীপ্তি ও জাহানারা মুক্তি।
সভায় বক্তরা শহীদের আদর্শকে ধারন করে দেশের প্রগতিশীল রাজনৈতিক শক্তির ঐক্য কামনা করেন ও শহীদদের মুক্তিযোদ্ধা তালিকায় নাম দেয়ার দাবী জানান।