sliderস্থানীয়

যশোরে বামগণতান্ত্রিক জোটের বিক্ষোভ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আওয়ামীলীগ সরকারের পদত্যাগ, দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনী আইনের সংস্কার, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো ও রেশনিং ব্যবস্থা চালু, বিরোধী দলের সভা সমাবেশে হামলা ও পন্ড করা, সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের গণ নিপিড়ন নির্যাতন আটক, পোষাক শ্রমিকদের হত্যা নির্যাতন, শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবি মেনে নেওয়া, লুটেরা দূর্নীতিবাজ পাচারকারীদের আটক ও বিচার, পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে সারাদেশের ন্যায় যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (৪ নভেম্বর) বিকাল ৪ টায় প্রেসক্লাব যশোরের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে মিছিল চিত্রার মোড়ে এসে শেষ হয়ে।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলার সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড ইলাদাদ খান, বাসদের জেলা সমন্বয়ক কমরেড শাহজান আলী, বাসদ মার্কসবাদীর জেলা সমন্বয়ক কমরেড হাচিনুর রহমান।
মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড নাজিমউদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলার সহ সাধারণ সম্পাদক কমরেড আমিনুর রহমান হিরু, বাসদের জেলা নেতা কমরেড আলাউদ্দিন, বাসদ মার্কসবাদীর জেলা নেতা কমরেড দিলিপ ঘোষ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা কমরেড পলাশ বিশ্বাস।

Related Articles

Leave a Reply

Back to top button