মাধুরীর চোখেও সেরা দীপিকা

বলিউডে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাকে মেধাবী বলতেও দ্বিধা নেই বোদ্ধাদের। তাদের সঙ্গে একমত হলেন মাধুরী দীক্ষিত।
সম্প্রতি একটি লাইভ শো-তে ভক্তের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ‘ধক ধক গার্ল’। সেখানে এক ভক্ত প্রশ্ন করে, এই প্রজন্মের কোন অভিনেত্রীকে তিনি ফুল মার্কস দিতে চান। তখন মাধুরীর মুখে শোনা যায় দীপিকার নাম।
‘দিল তো পাগল হ্যায়’ নায়িকার মতে, দীপিকা যে চরিত্রে অভিনয় করেন সেই চরিত্রের একেবারে ভেতরে ঢুকে যান। এর পাশাপাশি সম্প্রতি যে চরিত্রগুলোতে অভিনয় করেছেন, তার সবই ‘লার্জার দ্যান লাইফ’। সে কারণে আরও কঠিন চ্যালেঞ্জ ছিল দীপিকার সামনে। সেখানে দারুণ অভিনয় করেছেন তিনি।
দীপিকাও বরাবর মাধুরীর ফ্যান বলেই জানিয়েছেন। এবার প্রিয় অভিনেত্রীর মুখে নিজের প্রশংসা শুনে আপ্লুত তিনি।
শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে পা রাখেন দীপিকা। এর পর একে একে ককটেল, পিকু, রাম লীলা, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, পদ্মাবত থেকে বাজিরাও মাস্তানি— নানা চরিত্রে বাজিমাত করেছেন। দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করেছেন। বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকের নায়িকাও দীপিকা।
এ দিকে করোনা লকডাউনের মধ্যেই ওয়ার্ক ফ্রম হোম শুরু করেছেন দীপিকা পাড়ুকোন। অনলাইনে স্ক্রিপ্টের ন্যারেশন শুনছেন তিনি।
মুক্তির অপেক্ষায় আছে দীপিকা অভিনীত ‘৮৩’। শুটিং শুরুর কথা থাকলেও করোনার জন্য আটকে গেছে হলিউডের ‘ইন্টার্ন’ সিনেমার হিন্দি রিমেক। এ ছাড়া রামায়ন নির্ভর এপিক সিনেমায় অভিনয়ের কথাও শোনা যাচ্ছে।