সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরের গুরুত্বপূর্ণ বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
বৃহস্পতিবার (২১শে মার্চ) দিনব্যাপি মাটিয়ান হাওরের ৪৭,৪৮,৪৯,৫০ নং পিআইসির বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন,সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ, ছাত্রলীগ নেতা রাজু মিয়া, ওয়াবাইদুর সহ হাওররক্ষা বাঁধের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।
এসময় উপজেলা চেয়ারম্যান বাবুল বলেন, তাহিরপুর উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন হচ্ছে, আমি উন্নয়নে বিশ্বাসী, জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন করছেন আমি তার বার্তাটুকু মানুষের দোয়ারে দোয়ারে পৌছে দিচ্ছি। হাওরের বাঁধে কোন দরনের অনিয়ম সহ্য করা হবেনা, বাঁধ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর পাড়ের কৃষকদের কথা চিন্তা করে কোটি কোটি টাকা বরাদ্দ দেয়। সেই টাকা অপ্রয়োজনীয় পিআইসি তৈরি করে অপচয় করা যাবে না।