নেত্রকোণার বারহাট্টা উপজেলার দশাল এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে উপজেলার স্বল্পদশাল গ্রামে ব্র্যাক কার্যালয়ের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার স্বল্পদশাল গ্রামের আবদুল হেকিমের ছেলে স্বপন (১৭) ও রিপন (১৬) এবং বডু মিয়ার ছেলে মুখলেছ।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজন জেলে শনিবার রাতে মাছ ধরতে গিয়েছিলেন। পরে তারা রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েন। রোববার ভোর ৪টার দিকে ঢাকাগামী ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনটি ওই লাইনে এলে ঘুমন্ত তিনজন কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।