
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের ষশোর জেলার অভয়নগর উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (১১ অক্টোবর) বিকাল চারটায় নওয়াপাড়া ইন্সিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় এ কমিটি গঠন করা হয়।
উপজেলা কমিটির সদস্য কমরেড শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সম্পাদক কমরেড তসলিম-উর-রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য চৈতন্য পাল, নূর আলোম,বিকল্প সদস্য হাবিবুর রহমান অভয়নগর উপজেলা নেতা আইয়ূব হোসেন, সাধন বিশ্বাস প্রমুখ।
প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সরকারের দুঃশাসনে দেশবাসী অতিষ্ঠ। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আবারো একতরফা প্রহসনের নির্বাচনের প্রচেষ্টা নেওয়া হচ্ছে। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার ছাড়া নির্বাচন হবে প্রহসন।
নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের দায়িত্বহীন আচরণের কারণে আজ দেশী-বিদেশী নানা শক্তি অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে। গণআন্দোলন ও গণসংগ্রাম ছাড়া ভোটাধিকার আদায় ও জনগণের স্বার্থ রক্ষা করা যাবে না।
নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত অথচ সরকার ব্যস্ত ক্ষমতা রক্ষা নিয়ে। অর্থনীতির অবস্থা নাজুক, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণহীন। অন্যদিকে খেলাপি ঋণের পরিমাণ ও বিদেশে টাকা পাচার থেমে নেই। এ অবস্থা থেকে দেশবাসীকে বাঁচাতে আওয়ামী দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে হবে।
প্রতিনিধি সভায় সর্বসম্মতিক্রমে কমঃ নূর আলমকে সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট অভয়নগর উপজেলা কমিটি গঠিত হয়।