sliderস্থানীয়

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, মানিকগঞ্জে নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করার দায়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে রাহা মাহমুদা পলি নামে (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পাড় তিল্লি গ্রামের নিজ বাড়ি থেকে ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। পলি ওই গ্রামের আব্দুল
কুদ্দুসের মেয়ে।
সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা জানান, পলি নামের ওই নারী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে গত ২০ মে প্রধানমন্ত্রীকে নিয়ে
কটুক্তিমূলক পোস্ট দেয়। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার রানা আহমেদ শান্ত নামের এক আইনজীবী সাটুরিয়া থানায় ওই নারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। রাতেই ওই মামলায় পলিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই নারীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।
মামলার বাদী রানা আহমেদ শান্ত জানান, ওই নারী এর আগে ২৮ মে, ১ ও ২ জুন একই আইডি থেকে
বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের সম্পর্কে মানহানিকর ও অশ্লীল বাক্য প্রয়োগ করে পোস্ট করেন।

Related Articles

Leave a Reply

Back to top button