sliderঅর্থনৈতিক সংবাদশিরোনাম
পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সহস্রাধিক পোশাক শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার সকাল ৯টার দিকে উত্তরা ও আবদুল্লাহপুর এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা তাঁদের বেতন বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধসহ অন্যান্য দাবিতে বিক্ষোভ শুরু করেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।
এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে পুলিশ।