
এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : “পরিচ্ছন্ন সমাজ গড়তে চাই, তবে আগে নিজেই বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা অভিযান।
শুক্রবার (৪ জুলাই ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠন BD Clean Kurigram-এর সদস্যরা কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন করেন। ময়লা-আবর্জনা পরিষ্কার,পথচারীদের সচেতন করা ও পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝাতে ব্যানার হাতে অংশ নেন শতাধিক তরুণ-তরুণী।
আয়োজকরা জানান, পরিচ্ছন্নতা একদিনের কাজ নয়—এটা একটি চর্চা, একটি মানসিকতা। তারা মনে করেন, একটা ময়লা কুড়িয়ে তোলা হয়তো দেশ বদলায় না, কিন্তু বদলায় মনোভাব, বদলায় ভবিষ্যতের প্রতি দৃষ্টিভঙ্গি।
এই উদ্যোগের মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
অংশগ্রহণকারীরা। সবুজ প্রকৃতি, খোলা আকাশ আর নির্মল বাতাসকে ভালোবেসেই তারা এই কর্মসূচিতে অংশ নেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কার্যক্রম চলমান থাকবে এবং কুড়িগ্রামের বিভিন্ন এলাকাকে ধাপে ধাপে পরিচ্ছন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ধরনের সামাজিক উদ্যোগ তরুণদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করবে বলেই মনে করছেন স্থানীয়রা।