sliderস্থানীয়

নোয়াখালীতে চোরাই স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৪

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বর্ণ চুরির অভিযোগে ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নদোনা ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মো.জাকির (৩৫) একই ইউনিয়নের নুর ইসলামের ছেলে আরমান হোসেন (২০) মো.জসিম উদ্দিনের ছেলে মো. হৃদয় (২০) সিরাজুল ইসলামের ছেলে মো. ফিরোজ আলম (২৮)।

শনিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা চোর চক্রের সক্রিয় সদস্য। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। অভিযানে পুলিশ ২ ভরি ১৫ আনা ওজনের একটি ঢালাই স্বর্ণখন্ড গলানো উদ্ধার করে। যাহার মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button