sliderস্থানীয়

নিয়ামতপুরে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার

নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন আহমেদ স্টার, নিতাই চন্দ্র, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সদস্য সিরাজ উদ্দিন নিশান, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, সাংবাদিক ইসলাম, ব্যবসায়ী শ্রী নেহার কান্ত সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ ।

সেমিনারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রয়োগ করা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি করা, বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যকারিতা জোর দার করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button