নিয়ামতপুরে বিদায়ী এসিল্যান্ডকে প্রেসক্লাবের সংবর্ধনা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপম দাসকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (০৭ অক্টোবর) সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলার প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন প্রমুখ৷
নিয়ামতপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস যোগদানের পর নিজের সরকারি দপ্তরকে করে তুলেছেন জনবান্ধব এক প্রতিষ্ঠান। যেখানে ভূমি অফিস মানেই ভোগান্তি, টাকার ছড়াছড়ি, সাধারণ মানুষের হয়রানি আর অসহায়তার অভিযোগ। সেখানে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা-জবাবদিহিতা মূলক ও ঘুষবিহীন সেবা পাওয়ার ব্যবস্থা করে জনগণের আস্থা ও প্রিয় মানুষ হয়ে ওঠেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ বলেন, এসিল্যান্ডের কর্মগুণের কারণে নিয়ামতপুরবাসী তাকে আজীবন মনে রাখবেন।