sliderস্থানীয়

নিয়ামতপুরে আলোর দিশারীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ “ছুটে যাও অজানার সন্ধানে, তবে ধ্বংস নয় সৃষ্টির উল্লাসে” শ্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল মাকলাহাট গ্রামে গঠিত একটি ব্যতিক্রমী স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর দিশারী সংগঠনের” উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্র অঞ্চলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার গুনগতমান উন্নয়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। ১২ এপ্রিল শুক্রবার বেলা ৫টায় মাকলাহাট কার্তিকতলায় এ সংবর্ধনা ও শিক্ষার গুনগতমান উন্নয়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোর দিশারী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, হাজিনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, মাকলাহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবক শফিকুল ইসলাম, আলোর দিশারী সংগঠনের অন্যতম সদস্য ও রাজশাহী রানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) হারুন-অর-রশিদ, ৪৩তম বিসিএস (সুপারিশপ্রাপ্ত) সহকারী কর কমিশনার ও মাকলাহাট গ্রামের কৃতি সন্তান শাহনেওয়াজ শরীফ, আলোর দিশারী সংগঠনের সহ-সভাপতি আশাদুল ইসলাম পায়েল। উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি ও আলোর দিশারী সংগঠনের সদস্য আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, অর্থ সম্পাদক রেজ্জাকুল ইসলাম, শাহীন আলম, যুব ও ক্রীড়া সম্পাদক ঈদুল আযহা, পরিবেশ বিষয়ক সম্পাদক মুরশালিন।

অনুষ্ঠানে ঈদ মোমেন্ট ক্রিকেট টুর্ণামেন্ট এর চ্যাম্পিয়ন দল বাজার ইয়ং ক্লাবকে চ্যাম্পিয়ন ট্রফি এবং গোয়ালদীঘি যুব উন্নয়ন ক্লাবকে রানার্স আপ ট্রফি প্রদান করা হয়। এছাড়া মেধা বিকাশে কুইজ প্রতিযোগিতায় ৩জনকে এবং ৫০ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button