
মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : বিএনপির স্বপ্ন রঙিন বেলুনের মতো চুপসে যাবে, নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট, আর সেই নিষেধাজ্ঞার ভয় দেখায় মির্জা ফখরুল, নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২.৩০ মিনিটে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়নের লসমানগঞ্জ বাস রোডে ঢাকা জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওবায়দুল কাদের আরো বলেন নিষেধাঞ্জা দেয় যুক্তরাষ্ট্র আর ভয় দেখায় মির্জা ফখরুল, নিষেধাজ্ঞা দিয়ে কোন লাভ হবে না ওয়াশিংটন নিষেধাজ্ঞা দিয়ে ফিলিস্তিন,ভ্যানিজুয়েলা ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে নি। এসব নিষেধাজ্ঞা কেউ শুনে না,আমেরিকাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন ৭১ সালে নিষেধাজ্ঞা দিয়ে আমাদের থামাতে পারেনি, নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনার সরকারকে থামানো যাবে না। নিষেধাজ্ঞা আমরা পরোয়া করিনা আমরা পরোয়া করি সংবিধানকে,এবার হবে ফাইনাল খেলা। আমাদের ক্যাপটেন (শেখ হাসিনা) আমেরিকায় আছে,বাংলাদেশে আসলেই খেলা হবে। বিএনপি খালেদা জিয়ার মুক্তির জন্য ৪৮ ঘন্টা আল্টিমেটাম দিয়েছে অথচ খালেদা জিয়ার জন্য ৪৮ মিনিটও রাজপথে দাঁড়াতে পারেনি ফখরুল ইসলাম আলমগীররা, তারা এখন খালেদা জিয়ার অসুস্থতার চেয়ে রাজনীতি করছে বেশি,তারা এখন তারেক জিয়া কে প্রতিষ্ঠিত করতে খালেদা জিয়া কে মাইনাস করতে চাচ্ছে। এসময় তিনি কেরানীগঞ্জের সাধারন মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন কেরানীগঞ্জের মানুষ সংগ্রামী মানুষ, কেরানীগঞ্জের মাটি দূর্জয়ের ঘাঁটি।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ এমপির সভাপতিত্বে শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি,আ ফ ম বাহউদ্দীন নাছিম,সাংগঠনিক মির্জা আজম এমপি,ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।
শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মজিবর রহমান, কাজী শওকত হোসেন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক হাজী আলতাফ হোসেন বিপ্লব, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি হাজী মাহমুদ আলম সহ এসময় সমাবেশ স্থলে কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।