sliderস্থানীয়

নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সমন্বয় সভা

নাটোর প্রতিনিধি : নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় বক্তারা বলেন, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় এখন প্রয়োজন নিরাপদ খাদ্য। বর্তমান সরকার জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ প্রণয়ন করেছে।
সকলের সম্মিলিত সহযোগিতায় এ আইনের বাস্তবায়ন এবং ধর্মীয় বোধকে জাগ্রত করা গেলে জনসাধারণের জন্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া খাদ্যের উৎপাদক পর্যায়ে নিরাপদ খাদ্যের ক্যা¤েপইন শুরু করার উপর বক্তারা গুরুত্ব প্রদান করেন।
সভায় অন্যান্যের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ক্যাব নাটোর জেলা শাখার সভাপতি শামীমা লাইজু নীলা, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভার কার্যক্রম পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহম্মদ আলী জিন্নাহ।

Related Articles

Leave a Reply

Back to top button