
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় জেলা হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (০৩ নভেম্বর) সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
পরে দলীয় কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হরিপদ দাস, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রলীগের সভাপতি আল আমিন মীর প্রমূখ।
আলোচনা সভা শেষে জতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর আত্মার প্রতি মাগফিরাত কামনায় দোয়া করা হয়।